Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

৬নং আলী আকবর ডেইল ইউনিয়নের ইতি

পর্যটন নগরীর মত অত্যন্ত সস্ভাবনাময় নান্দনিক ইউনিয়ন আলী আকবর ডেইল।বঙ্গোপসাগরের উত্তাল মোহনা ও খরস্রোতা  নদীর কুলে গড়ে ওঠা,ঙ্গোপসাগরের  তীরে অবস্থিত এই উপকুল একটি প্রাচীন জনপদ। সমুদ্র-নদীর অপরূপ মিলন মেলায় আলী আকবর ডেইল ইউনিয়ন যেন এক উপত্যক।কালের আবর্তে প্রকৃতির পরির্বতনের ফলে ধীরে ধীরে ভূখন্ডের আয়াতন কমতে থোকে,গত ১০০বছর পূরবে  যে আলী আকবর ডেইল ইউনিয়ন ছিল তা এখন আর আগের মত নেই । একতৃতীয়াংশ বঙ্গোপসাগরে তলিয়ে গেছে আলী আকবর ডেইল ইউনিয়ন।গত ২০০৫ সালে সেই রয়ে যাওয়া অালী আকবর ডেইল ইউনিয়নের , ৩নং ওয়ার্ডের আবদুল হাদি সিকদার পাড়ায় আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদ ভবনের পশ্চিম  পাশে বঙ্গেপসাগরের তীর ছোয়ে গড়ে ওঠে বায়ু বিদ্যুৎ প্রজেক্ট। আবার ২০১৫ সালে এসে সেই প্রজেক্টের অধিনে একই ক্ষমতা সম্পন্ন আর একটি বাযু বিদ্যুৎ প্রজেক্ট স্থাপন হচ্ছে।